BPSC Non Cadre-DGF 2012
বাংলা ভাষা ও সাহিত্য
1 মরমী কবি বলা হয় কাকে ?
-
আলাউদ্দিন খাঁ
-
হাসন রাজা
-
আলাওল
-
সুলতানা মিয়াজি
Ans: হাসন রাজা
2 ‘কবর’ কোন শ্রেণীর গ্রন্থ?
-
প্রবন্ধ
-
নাটক
-
উপন্যাস
-
স্মৃতিকথা
Ans: নাটক
3 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
-
বনফুল
-
বলাকা
-
পূরবী
-
গীতাঞ্জলী
Ans: বনফুল
4 মুনীর চৌধুরীর ‘মীর মানস’ কোন জ়াতীয় গ্রন্থ?
-
প্রবন্ধ
-
উপন্যাস
-
স্মৃতিকথা
-
নাটক
Ans: প্রবন্ধ
5 শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার পান?
-
চৌরসন্ধি
-
ক্রীতদাসের হাসি
-
বনী আদম
-
জননী
Ans: ক্রীতদাসের হাসি
6 ‘ছাপান্ন হাজার বর্গমাইল’ গ্রন্থের লেখক কে?
-
হুমায়ন আজাদ
-
শামসুর রহমান
-
আখতারুজ্জামান ইলিয়াস
-
সৈয়দ শামসুল হক
Ans: হুমায়ন আজাদ
7 ‘আগুনের পরশমণি’ উপন্যাসের উপজীব্য বিষয় কি?
-
মুক্তিযুদ্ধ
-
তেভাগা আন্দোলন
-
বঙ্গভঙ্গ আন্দোলন
-
ভাষা আন্দোলন
Ans: মুক্তিযুদ্ধ
8 রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে?
-
১৯১৭ সালে
-
১৯১৯ সালে
-
১৯১৩ সালে
-
১৯১৫ সালে
Ans: ১৯১৯ সালে
9 চঞ্চল এর বিপরীত শব্দ কোনটি?
-
নিশ্চল
-
প্রচল
-
অবিচল
-
বিচল
Ans: অবিচল
10 ‘সাক্ষীগোপাল’ বর্গধারার অর্থ নির্ণয় করুন?
-
সক্রিয় দর্শক
-
কর্তব্যপরায়ণ
-
নিষ্ক্রয় দর্শক
-
অলস ব্যক্তি
Ans: নিষ্ক্রয় দর্শক
11 ‘শোনা যায় এমন’ এক কথায় প্রকাশ করুন।
-
শ্রুতিমধুর
-
শ্রুতিধর
-
শ্রুতিযোগ্য
-
শ্রুতিগ্রাহ্য
Ans: শ্রুতিগ্রাহ্য
12 ‘শত্রুকে দমন করে যে এক কথায় প্রকাশ করুন।
-
অরিন্দম
-
শত্রুঘ্ন
-
কৃতঘ্ন
-
শত্রুহন্তা
Ans: অরিন্দম
13 ‘যার আকার কুৎসিত’ এক কথায় প্রকাশ করুন।
-
কদর্য
-
বিশ্রী
-
কদাকার
-
কুশ্রী
Ans: কদাকার
14 ‘অত্যধিক’-এর সন্ধি বিচ্ছেদ করুনঃ
-
অতি + ধিক
-
অত্যা + অধিক
-
অ + তাধিক
-
অতি + অধিক
Ans: অতি + অধিক
15 ‘নীরস’ -এর সন্ধি বিচ্ছেদ করুনঃ
-
নিঃ+ অস
-
নী+ রস
-
নীঃ +রস
-
নিঃ+রস
Ans: নীঃ +রস
16 ভুল সন্ধি বিচ্ছেদ কোনটি?
-
শ্রু+অন
-
সিম+ হ
-
ইতঃ+পূর্বে
-
মনঃ+কষ্ট
Ans: সিম+ হ
17 ‘বাতুল’এর সমার্থক শব্দ কোনটি?
-
নির্বোধ
-
বাতিল
-
বেকুব
-
উন্মাদ
Ans: উন্মাদ
18 কোন বানানটি শুদ্ধ?
-
স্বায়াত্ব
-
স্বায়ত্ম
-
স্বায়ত্ব
-
স্বায়ত্ত
Ans: স্বায়ত্ত
19 কোন বানান শুদ্ধ?
-
কনিনিকা
-
কণিনিকা
-
কনিনীকা
-
কনীনিকা
Ans: কনীনিকা
20 ‘উচাটন’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
-
উত্তাল
-
উঁচুনিচু
-
প্রশান্ত
-
ঊর্ধ্বটান
Ans: প্রশান্ত
21 ‘ক্ষতি’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
-
অনুকূল
-
ফায়দা
-
ব্যবসা
-
সামান্য
Ans: ফায়দা
22 ‘ঝানু’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
-
পটু
-
চতুর
-
চালাক
-
অপটু
Ans: অপটু
23 ‘গৃহী’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
-
সন্ন্যাসী
-
সংস্থিতি
-
সঞ্চয়ী
-
সংসারী
Ans: সন্ন্যাসী
24 ‘গম্ভীর ধ্বনী’-এর বাক্য সংকোচন করুন।
-
মধুপ
-
মর্মন্তুদ
-
মন্দ্র
-
মন্ত্র
Ans: মন্দ্র
25 ‘চতুরঙ্গ’ -এর সন্ধি বিচ্ছেদ করুনঃ
-
চতু + অঙ্গ
-
চার + অঙ্গ
-
চতুর + অঙ্গ
-
চতুঃ + অঙ্গ
Ans: চতুঃ + অঙ্গ
English Language and Literature
26 Assemble শব্দটির সঠিক synonym কোনটি?
-
Disperse
-
Split
-
Unit
-
Separate
Ans: Unit
27 Buccaneer শব্দটির সঠিক synonym কোনটি?
-
Pirate
-
Butcher
-
Presenter
-
Bachelor
Ans: Pirate
28 Pungent শব্দটির সঠিক synonym কোনটি?
-
Rain
-
Tide
-
Bland
-
Overpowering
Ans: Overpowering
29 Aroma শব্দটির সঠিক synonym কোনটি?
-
Colorless
-
Food
-
Fruits
-
Fragrance
Ans: Fragrance
30 Desolate শব্দটির সঠিক antonym কোনটি?
-
Disfigured
-
Abandoned
-
Isolated
-
Populous
Ans: Populous
31 Flawlessness শব্দটির সঠিক antonym কোনটি?
-
Excellence
-
Faultlessness
-
Accurateness
-
Imperfectness
Ans: Imperfectness
32 Approach শব্দটির সঠিক antonym কোনটি?
-
Retract
-
Come
-
Move
-
Decrease
Ans: Retract
33 Hate শব্দটির সঠিক antonym কোনটি?
-
Concern
-
Abhor
-
Admire
-
Loathe
Ans: Admire
34 Liability শব্দটির সঠিক antonym কোনটি?
-
Property
-
Asset
-
Debt
-
Treasure
Ans: Asset
35 সঠিক বানানের শব্দ কোনটি?
-
Credential
-
Credencial
-
Credantial
-
Credancial
Ans: Credential
36 কোনটি সঠিক বানানের শব্দ ?
-
Colatteral
-
Collataral
-
Colateral
-
Collateral
Ans: Collateral
37 সঠিক বানান কোনটি?
-
Lisence
-
Licents
-
Licence
-
Licens
Ans: Licence
38 কোনটি সঠিক শব্দ ?
-
Extention
-
Extension
-
Extansion
-
Extantion
Ans: Extension
39 সঠিক বানানের শব্দ কোনটি?
-
Apropriate
-
Apropriet
-
Appropriet
-
Appropriate
Ans: Appropriate
40 সঠিক বানানের শব্দটি--
-
Unfare
-
Unfear
-
Unfair
-
Unfaire
Ans: Unfair
41 সঠিক বানানের শব্দটি?
-
Personnel
-
Personel
-
Parsonnel
-
Personale
Ans: Personnel
42 শূন্যস্হানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরন করুন। I promise I -- smoke again
-
Didn’t
-
Couldn’t
-
Don’t
-
Won’t
Ans: Won’t
43 শূন্যস্হানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরন করুন। He did not give me--
-
Much advice
-
Many advices
-
Many advice
-
Much advices
Ans: Much advice
44 শূন্যস্হানটি অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরন করুন। This company does not need --
-
Much machine
-
Many machines
-
Much machines
-
Many machine
Ans: Much machine
45 Emphasis শব্দটির অর্থ কোনটি?
-
Ponder
-
Overlook
-
Neglect
-
Importance
Ans: Importance
46 Query শব্দটির অর্থ কোনটি?
-
Ratify
-
Dissolve
-
Question
-
Solution
Ans: Question
47 Gravity শব্দটির অর্থ কোনটি?
-
Irrelevant
-
Regular
-
Seriousness
-
Strange
Ans: Seriousness
48 Ensure শব্দটির অর্থ কোনটি?
-
Encourage
-
Make progress
-
Make certain
-
Effect
Ans: Make certain
49 Premium শব্দটির অর্থ কোনটি?
-
Large
-
Best
-
Condone
-
Contaminate
Ans: Condone
50 Comprehension শব্দটির অর্থ কোনটি?
-
Knowledge
-
Difference
-
Calamity
-
Loss
Ans: Knowledge
Bangladesh Affairs
51 বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের কত তারিখে?
-
১৬ ডিসেম্বর
-
২৬ মার্চ
-
১৭ এপ্রিল
-
১০ এপ্রিল
Ans: ১০ এপ্রিল
52 শহীদ আসাদ দিবস কবে?
-
২০ জানুয়ারি
-
২১ ফেব্রুয়ারি
-
২৬ ডিসেম্বর
-
১১ জানুয়ারি
Ans: ২০ জানুয়ারি
53 বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল?
-
ওলন্দাজ
-
ইংরেজ
-
পর্তুগিজ
-
ফরাসী
Ans: পর্তুগিজ
54 মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
-
মহানন্দা
-
করতোয়া
-
ব্রহ্মপুত্র
-
গঙ্গা
Ans: করতোয়া
55 পিতৃতান্ত্রিক উপজাতি কোনটি?
-
গারো
-
সাঁওতাল
-
চাকমা
-
মারমা
Ans: চাকমা
56 ঘোড়াশাল সার কারখানায় কোন সার উৎপাদিত হয়?
-
ইউরিয়া
-
অ্যামোনিয়াম সালফেট
-
পটাশ
-
টি এস পি
Ans: ইউরিয়া
57 বিডিআর হত্যাকান্ড সংঘটিত হয় কবে?
-
২৩ ফেব্রুয়ারি ২০০৭
-
১২ ফেব্রুয়ারি ২০০৭
-
২৫ ফেব্রুয়ারি ২০০৭
-
২৪ ফেব্রুয়ারি ২০০৭
Ans: ২৫ ফেব্রুয়ারি ২০০৭
58 কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে?
-
কর্কটক্রান্তি রেখা
-
আন্তর্জাতিক তারিখ রেখা
-
মকরক্রান্তি রেখা
-
মূল মধ্য রেখা
Ans: কর্কটক্রান্তি রেখা
59 জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
-
৮ম
-
সপ্তম
-
দশম
-
নবম
Ans: ৮ম
60 জেলহত্যা দিবস কবে?
-
১ ডিসেম্বর
-
৩ নভেম্বর
-
৩ জানুয়ারি
-
৬ জানুয়ারি
Ans: ৩ নভেম্বর
61 বর্তমানে বৃহত্তম বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
-
পুণ্ড্রবর্ধন
-
সমতট
-
বঙ্গ
-
রাঢ়
Ans: বঙ্গ
62 প্রাচীন পুণ্ড্রবর্ধন নগর কোন স্থানে অবস্থিত?
-
মহাস্থানগড়
-
পাহাড়পুর
-
বিক্রমপুর
-
ময়নামতি
Ans: মহাস্থানগড়
63 মণিপুরীরা কোথায় বাস করে?
-
কুমিল্লা
-
দিনাজপুর
-
চট্রগ্রাম
-
সিলেট
Ans: সিলেট
64 বাংলাদেশের সর্বশেষ কৃষিশুমারি করা হয় কোন সালে?
-
১৯৯৬ সালে
-
১৯৮৪ সালে
-
২০০১ সালে
-
২০০৮ সালে
Ans: ২০০৮ সালে
65 বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়?
-
গ্রাহকের উপদেশ
-
শেয়ারে বিনিয়োগ
-
বৈদেশিক মুদ্রা লেনদেন
-
বিহিত মুদ্রার প্রচলন
Ans: বিহিত মুদ্রার প্রচলন
66 বাংলাদেশে তৈরী ল্যাপটপ কোনটি?
-
এসার
-
যমুনা
-
দোয়েল
-
শাপলা
Ans: দোয়েল
67 রবীন্দ্রনাথ ঠাকুর কতসালে নোবেল পুরস্কার পান?
-
১৯২১ সালে
-
১৯১৭ সালে
-
১৯৩৩
-
১৯১৩ সালে
Ans: ১৯১৩ সালে
International Affairs
68 জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর/সাগরকে যুক্ত করেছে?
-
আরব ও কাস্পিয়ান
-
আটলান্টিক ও লোহিত
-
আটলান্টিক ও ভূমধ্যসাগর
-
প্রশান্ত ও ভারত
Ans: আটলান্টিক ও ভূমধ্যসাগর
69 ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখন ‘ইউরো’ গ্রহন করেনি?
-
ইংল্যান্ড
-
ইতালি
-
ফ্রান্স
-
জার্মানি
Ans: ইংল্যান্ড
70 মাইকেল এ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?
-
ফ্রান্স
-
ইতালি
-
গ্রিস
-
অস্ট্রিয়া
Ans: ইতালি
71 ২০১৬ সনের অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
-
সিউলে
-
রিও ডি জেনিরোতে
-
বেইজিং
-
টোকিওতে
Ans: রিও ডি জেনিরোতে
72 কোন দেশ ও রাজধানীর নাম একই?
-
উগান্ডা
-
তাইওয়ান
-
কোস্টারিকা
-
জিবুতি
Ans: জিবুতি
73 শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতকে?
-
উনিশ শতকে
-
আঠারো শতকে
-
সতের শতকে
-
বিশ শতকে
Ans: আঠারো শতকে
74 উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
-
জার্মানি
-
ইতালি
-
ফ্রান্স
-
ব্রিটেন
Ans: ব্রিটেন
General Science
75 কোনটি মেরুদন্ডী প্রাণী?
-
স্পঞ্জ
-
বেজী
-
অ্যামিবা
-
মাছি
Ans: বেজী
76 নীল তিমি কোন শ্রেণীর প্রাণী?
-
সরীসৃপ
-
মৎস্যকুল
-
পক্ষীকুল
-
স্তন্যপায়ী
Ans: স্তন্যপায়ী
77 আমাদের দেহকোষের প্রায় শতকরা কত অংশ পানি?
-
৮০%
-
৭০%
-
৬৫%
-
৬০%
Ans: ৭০%
78 বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ?
-
পানি
-
বায়ুপ্রবাহ
-
বায়ুচাপ
-
সূর্যালোক
Ans: পানি
79 কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায়?
-
লবণ
-
শর্করা
-
আমিষ
-
ভিটামিন
Ans: শর্করা
80 কোনটি পদার্থ?
-
আলো
-
তাপ
-
বিদ্যুৎ
-
বাতাস
Ans: বাতাস
81 কোনটি শক্তি?
-
উষ্ণতা
-
তাপ
-
গ্যাস
-
কয়লা
Ans: তাপ
82 লোহায় মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন?
-
পানি
-
পানি ও অক্সিজেন
-
কেরোসিন
-
অক্সিজেন
Ans: পানি ও অক্সিজেন
83 নিচের কোনটি অণুজীবের অন্তর্ভূক্ত নয়?
-
রিকেটসিয়া
-
ব্যাকটেরিয়া
-
ছত্রাক
-
শৈবাল
Ans: শৈবাল
84 EVM বলতে কি বুঝায়?
-
ইলেকট্টনিক ভোটিং মেশিন
-
ইলেকট্রিক ভোটিং মেশিন
-
এফিসিয়েন্ট ভোটিং মেশিন
-
ইলাস্টিক ভোটিং মেশিন
Ans: ইলেকট্রিক ভোটিং মেশিন
Computer and Information Technology
85 H. 333 protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়?
-
File transfer
-
File Download
-
Data Security
-
volt
Ans: volt
Mathematical Reasoning
86 দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখার সংখ্যা হবে কয়টি?
-
একটি
-
অসংখ্য
-
তিনটি
-
দুইটি
Ans: একটি
87 ২৮ ডিগ্রি কোণের সম্পূরক কোণের পরিমান কত?
-
৩৩২ ডিগ্রি
-
১৫২ ডিগ্রি
-
১১৮ ডিগ্রি
-
৬২ ডিগ্রি
Ans: ১৫২ ডিগ্রি
88 ৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমান কত?
-
১৪৩ ডিগ্রি
-
১২৭ ডিগ্রি
-
৫৩ ডিগ্রি
-
৩৭ ডিগ্রি
Ans: ৩৭ ডিগ্রি
89 চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত?
-
৩৬০ ডিগ্রি
-
৬০ ডিগ্রি
-
১৮০ ডিগ্রি
-
৯০ ডিগ্রি
Ans: ৩৬০ ডিগ্রি
90 একটি ত্রিভুজের ৩টি বাহুর দৈর্ঘ্য ৪, ৫ ও ৩ ফুট হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
-
৩০ বর্গফুট
-
৬ বর্গফুট
-
১২ বর্গফুট
-
৪০ বর্গফুট
Ans: ৬ বর্গফুট
91 একজন লোক মাসে ২০,০০০ টাকা আয় করেন এবং ১৮,০০০ টাকা ব্যয় করেন।তার ব্যয়ের সাথে সঞ্চয়ের অনুপাত হবে কত?
-
10:1
-
9:1
-
1:9
-
1:10
Ans: 9:1
92 ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাসমুহের গড় কত?
-
১০০
-
৫০
-
২৫
-
১০
Ans: ৫০
93 ১২টি ডিমের বিক্রয়মূল্য ১৫টি ডিমের ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?
-
২০%
-
২৫%
-
৩০%
-
১৫%
Ans: ২৫%
94 ১৬,২২,৩৪,৫৮,১০৬,-ধারাটির পরের পদটি কত?
-
১৯২
-
১৮৪
-
১৫৪
-
২০২
Ans: ২০২
95 a+b=৫ এবং a-b=৩ হলে ab-এর মান কত?
-
১০
-
৮
-
৪
-
৬
Ans: ৪
96 সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি কি কোণ?
-
সরলকোণ
-
স্থূলকোণ
-
সূক্ষ্মকোণ
-
সমকোণ
Ans: সূক্ষ্মকোণ
97 ২০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৬ দিনে।ঐ কাজটি করতে ৫ জনের কতদিন লাগবে?
-
৪৮ দিন
-
৭২ দিন
-
১৬ দিন
-
২৪ দিন
Ans: ৪৮ দিন
98 এক বিক্রেতা ১০টি কমলা যে দামে কেনে, ৮টি কমলা সেই দামে বিক্রি করে। তার শতকরা কত লাভ হয়?
-
১০%
-
২০%
-
২৫%
-
৩০%
Ans: ২৫%
99 পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১:৪।পিতার বয়স ৪৪ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত?
-
৬৫ বছর
-
৬০ বছর
-
৫৫ বছর
-
৫০ বছর
Ans: ৬০ বছর
100 ১২০ ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত?
-
৬০ ডিগ্রি
-
১০০ ডিগ্রি
-
৮০ ডিগ্রি
-
২৪০ ডিগ্রি
Ans: ৮০ ডিগ্রি
101 ৩ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?
-
১১ টি
-
৯ টি
-
৮ টি
-
১০ টি
Ans: ৯ টি